কার্যক্রম বন্ধ, তার মধ্যে জন্ম নিবন্ধন হল কীভাবে?
নতুন শর্ত এবং সফটওয়্যার হালনাগাদের কারণে চলতি বছরের শুরুতে জন্মনিবন্ধন ও সনদ ইস্যু কার্যক্রম মাসখানেকের জন্য বন্ধ থাকলেও এ সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে ১৮টি জন্মনিবন্ধন সনদ ইস্যু হয়।
এগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী ও ওয়ার্ড কাউন্সিলর কেউই জানতেন না। এসব জন্ম সনদ কারা পেল, তা নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে এসব জন্ম সনদ ইস্যু হয় বলে জানা গেছে। এসব ঘটনায় করা তিনটি মামলার তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।