তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ রয়েছে দীর্ঘদিন। এই কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের পদটি বহুবছর খালি থাকায় এখানে মেলে না কোনো সেবা। অন্য কেন্দ্র থেকে সপ্তাহে দুদিন দুজনকে দায়িত্ব দেওয়া থাকলেও তারা ঠিকমতো ডিউটি করেন না বলে অভিযোগ। ফলে মাসের পর মাস তালাবদ্ধ থাকে কেন্দ্রটি।