![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fuk-20210828142806.jpg)
আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে ইতি টানছে যুক্তরাজ্য
আফগানিস্তান থেকে বেসামরিক লোকজনকে শনিবারের মধ্যেই সরিয়ে নেবে ব্রিটিশ সৈন্যরা। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এই সেনাপ্রধান বলেন, আমরা লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ করতে যাচ্ছি। আজকের মধ্যেই (শনিবার) এ কাজ শেষ হবে।
জেনারেল নিক কার্টার বলেন, বাকি বিমানে করে আমাদের সেনাদের ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পর ব্রিটিশ সেনারাও আফগানিস্তান ছাড়বে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।