আফগানদের ভবিষ্যৎ আরো অন্ধকার
আফগানিস্তানের দখল নেওয়া তালেবান নিজেকে সংস্কার করলেই যে শান্তিতে দেশ চালাতে পারবে না, সেটা গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেছে। তথাকথিত ইসলামিক স্টেটের আফগান শাখার (আইএস-কে) আত্মঘাতী ওই হামলায় প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর একাধিক সদস্যও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আইএস-কে এখন তালেবানের প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই আইএস জঙ্গিরা আফগানিস্তানে হামলা চালাবে।