পণ্য বা অর্থ ফেরত চান ই-অরেঞ্জের গ্রাহকেরা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ২০:৪১
আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে ব্যবসায়ী মো. রানা ও তাঁর পাঁচ বন্ধু মিলে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে ৫০ শতাংশ ছাড়ে ১২টি মোটরসাইকেল অর্ডার করেন। তিন মাস চলে গেলেও এখনো পণ্য বুঝে পাননি তাঁরা। অর্ডার দেওয়ার সময় বলা হয়েছিল, ২০ কর্মদিবসে ডেলিভারি সম্পন্ন হবে। এখন মূল টাকা ফেরত পাওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মো. রানা এই অভিযোগ করেন। সকালে ই-অরেঞ্জ থেকে মোটরসাইকেল ও ভাউচার না পাওয়া ভুক্তভোগী গ্রাহকেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে মো. রানার মতো শতাধিক ভুক্তভোগী অংশ নেন। ভুক্তভোগীরা দ্রুত পণ্য অথবা অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।