পাওনা টাকা নিয়ে বিতণ্ডা, মুগদায় ছুরিতে এক ব্যক্তি নিহত
রাজধানীর মুগদার মদীনাবাগে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিতে খুন হয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম নাসির হোসেন (৫০)। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।নাসিরের স্বজনদের বরাতে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন,ঈদুল আজহার সময় শামীম নামের এক কসাইয়ের সাথে পশু জবাইয়ের কাজ করেছিলেন নাসির। ওই কাজের কিছু টাকা শামীমের কাছে পাওনা ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাওনা টাকা
- ছুরিকাঘাতে নিহত