মিয়ানমার থেকে ইয়াবার পথেই আসছে আইস

প্রথম আলো কক্সবাজার সদর প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ১১:২১

দেশে মাদকের ক্ষেত্রে ইয়াবার চেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে আইস বা ক্রিস্টাল মেথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, যে পথে দেশে ইয়াবার চালান ঢুকছে, সেই একই পথেই ঢুকছে আইস। ভয়ংকর এই মাদকও দেশে আসছে মিয়ানমার থেকে। এখন পর্যন্ত এই মাদকের বাজার ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক।


সাম্প্রতিক সময়ে ধরা পড়া ১১টি আইসের চালান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, এসব চালান এসেছে মিয়ানমার থেকে। এর মধ্যে ১০টি চালান ধরা পড়েছে ঢাকা ও চট্টগ্রামে। একটি চালান ধরা পড়েছে পিরোজপুরে। এই মাদক চোরাচালান ঠেকানো না গেলে ইয়াবার মতো আইসও সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও