![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F24%2Fcomilla_0.jpg%3Fitok%3DI_RY-m3i)
সৌদিগামী ৬১৬ জন পেলেন আর্থিক সহযোগিতা
কুমিল্লায় এক হাজার ৬১৬ জন সৌদি আরবগামী কর্মীকে কোয়ারেন্টিন খরচ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতার চেক দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে এই সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক শোয়াইব আহমেদ খান।