একজন নয়, একসঙ্গে দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ জেমি ডে। কানাডা প্রবাসী রাহবার খানের জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখন ফুটবল অঙ্গনে হটকেক। নতুন নাম ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। তাকেও সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাফুফে।
সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।