ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানজট, ভোগান্তি
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের তারগাছ এলাকা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। এতে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। এর মাঝে কেউ কেউ হেঁটেই রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশে।
সড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা বলেছেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত চলছে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট–বড় গর্ত-খানাখন্দ। এর মাঝে গতকাল সোমবার রাতের বৃষ্টিতে সেসব গর্ত-খানাখন্দে পানি জমেছে। এতে ঠিকমতো যানবাহন চলাচল করতে না পারায় যানজট দেখা দিচ্ছে। এর বাইরে বিভিন্ন অংশে লেন সংকোচন হয়ে পড়ায় যান চলাচলে ধীরগতি তৈরি হচ্ছে।