![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%2Fimport%2Fmedia%2F2014%2F11%2F19%2F3c1303661acb5fa821640dfba421dd6f-Untitled-18.jpg%3Fformat%3Dwebp%26w%3D1300%26dpr%3D1.0)
চিনির দামও নাগালছাড়া
প্রথম আলো
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১০:২৩
দেশের বাজারে ভোজ্যতেলের পর নাগালের বাইরে চলে যাচ্ছে চিনির দামও। খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ৪ থেকে ৫ টাকা বেড়ে এখন ৭৮ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। আর প্যাকেটজাত চিনি প্রতি কেজি ৮৪ টাকা চাইছেন বিক্রেতারা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, বাজারে চিনির কেজি এখন ৭৫ থেকে ৮০ টাকা। গত বছর এ সময়ে একই চিনি কেজিপ্রতি ৫৮ থেকে ৬৫ টাকা ছিল। এক বছরে পণ্যটির দাম বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে