কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২১ আগস্ট গ্রেনেড হামলা: নেপথ্য শক্তির বিচার চায় আইভি পরিবার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ০৯:০১

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার নেপথ্যের শক্তিকে সামনে নিয়ে আসার দাবি জানিয়েছেন এই হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা সম্পাদক আইভি রহমানের বড় মেয়ে তানিয়া রহমান। তিনি বলেন, ‘হামলার সঙ্গে সরাসরি জড়িতদের বিচার হয়েছে, এ হামলার পেছনে যারা ছিল, যাদের স্বার্থ ছিল ২১ আগস্ট ঘটনার পেছনে, তাদের শাস্তি দেখতে চাই। আমাদের পরিবারের ভীষণ চাওয়া এটা।’


২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি  জিল্লুর রহমান ও তার স্ত্রী আইভি রহমানের পরিবারে এক ছেলে নাজমুল হাসান পাপন, দুই মেয়ে তানিয়া রহমান ও তনিমা রহমান। মায়ের মৃত্যুতে নিজেদের পরিবারের চাওয়া ও কষ্টের কথা বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদকের কাছে তুলে ধরেন বড় মেয়ে তানিয়া রহমান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও