কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই শিশু, জাপানি আইন এবং অতি উৎসাহী ঢাকা পুলিশ

ডয়েচ ভেল (জার্মানী) আরাফাতুল ইসলাম প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ১৭:০৫

বাংলাদেশের প্রথম সারির দু'টি পত্রিকার শিরোনাম দিয়েই লেখা শুরু করি৷ একটি পত্রিকার শিরোনাম, ‘‘জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার''৷ অন্যটি লিখেছে, ‘‘জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার করেছে সিআইডি''৷ কোনো ইস্যুতে মানুষের নিজস্ব মতামত তৈরি করতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ শিরোনামগুলো আমার বিবেচনায় ঘটনার সঙ্গে মানানসই হয়নি৷ কারণ, ১০ ও ১১ বছর বয়সি সন্তান দু'টি শুধু জাপানি নারীর একার নয়, বাঙালি বাবারও৷ আমরা সবক্ষেত্রে যখন নারী-পুরুষ সমতার কথা বলি, তখন কেন এই সন্তান দু'টিকে এককভাবে শুধু মায়ের বলছি সেটা আমার কাছে বোধগম্য নয়৷ বরং এই শিরোনাম এবং প্রতিবেদনের ভাষা এমন যে মনে হবে বাবা তার দুই সন্তানকে বাংলাদেশে এনে বড় কোন অপরাধ করে ফেলেছেন৷ দু'টো সংবাদের একটিতেও বাঙালি বাবা বা তার আইনজীবীর বক্তব্য নেয়া হয়নি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও