আফগানিস্তানে তালেবানি শাসনের আঞ্চলিক প্রভাব
যে ভূ-রাজনৈতিক কারণে আফগানিস্তানের দখল নিতে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে লড়েছে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, সেই ভূ-রাজনীতির অপরাজিত অধিপতি এখন যুক্তরাষ্ট্রই। অর্থনীতিতেও। সেই সূত্রে আফগানিস্তানের মূল প্রাকৃতিক সম্পদ তেল এবং গ্যাস নিয়ন্ত্রণ করছে ইউনোকল করপোরেশন, পাশের দেশ সাবেক সোভিয়েতভুক্ত তাজিকিস্তানের তেল-গ্যাসের নিয়ন্ত্রণ ব্রিটিশ কোম্পানি টেথিস পেট্রোলিয়াম লিমিটেডের হাতে, আর মধ্যপ্রাচ্য জুড়ে আছে ব্রিটিশ পেট্রোলিয়াম। ফলে অর্থনৈতিক যে হিসাব থেকে আফগানিস্তানে আধিপত্য জরুরি ছিল সেটি প্রতিষ্ঠিত হয়েছে ‘বিজয়ীর’ অনুকূলে। তাই আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ কী হচ্ছে সেটি নিয়ে মিছে চিন্তিত হওয়ার বিলাসিতা ততক্ষণ অন্তত যুক্তরাষ্ট্রের নেই, যতক্ষণ না সেটি তার নিজের জন্য হুমকির কারণ হচ্ছে। কিন্তু দেখার পালা, কী তাদের জন্য অপেক্ষা করছে বিশ্বরাজনীতির এই উর্বর খেলার মাঠে!