![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252Fa33456f0-a21c-4704-a900-e5aa62bc476d%252F2_barishal_photo_45_2108672bar_4.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বরিশালে হামলা-সংঘর্ষ: মেয়রের মামলা প্রত্যাহার না করলে ময়লা নেবেন না পরিচ্ছন্নতাকর্মীরা
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে নগরীর ময়লা-আবর্জনা অপসারণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আজ শনিবার দুপুরে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং গত বুধবার রাতের ঘটনায় দোষীদের বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।