বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত
করোনা প্রতিরোধে জরুরিভিত্তিতে ব্যবহারের ভারত বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা 'ডিসিজিআই'। খবর বিবিসির।
খবরে বলা হয়, এই টিকা ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন। এ নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় সরকার।
গুজরাটের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই ডিএনএ টিকা। তিন ডোজের এই টিকা ৬৬.৬ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধে করতে সক্ষম বলে দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের।