পরিত্যক্ত টয়লেটে ২০ বছর ধরে শিকলবন্দি শংকরী

জাগো নিউজ ২৪ দুর্গাপুর (নেত্রকোনা) প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ১২:৫৪

পাকা নয় পুরাতন টিনে মোড়ানো ভাঙা টয়লেটে দীর্ঘ ২০ বছর ধরে শিকলবন্দি করে রাখা হয়েছে শংকরী লাল গুহ (৪৫) নামের নারীকে। পরিত্যক্ত টয়লেটে বাঁশের মাচার ওপর কাঠের তক্তায় দুর্গন্ধে দিন কাটছে মানসিক ভারসাম্যহীন এ নারীর।


সরেজমিনে দেখা যায়, শংকরীর ডান পায়ের গোড়ালিতে লোহার শিকলে তালা দিয়ে টয়লেটের একটি বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দীর্ঘদিন পাটি বেঁধে রাখায় দাগ পড়েছে। শিকলেও ধরেছে মরিচা। পরনে একটি কালো রঙের জামা। পুরনো হয়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। তা দিয়েই কোনো রকমে শরীরটি ঢাকা। মাথার চুলগুলোতে শক্ত হয়ে জট বেঁধেছে। এভাবে টয়লেটে বাঁধা অবস্থায় খাওয়া-দাওয়া, ঘুম, পয়ঃনিষ্কাশনসহ সবকিছু চলে তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও