‘লিখে দেন, জজ মিয়া মরে গেছে’
‘নিজের কোনো ঠিকানা নেই। আওয়ামী লীগের কোনো নেতা এখন আমাকে চেনে না। করোনার মধ্যে গত বছর চাকরিটাও চলে গেছে। ধারদেনা করে চরম অভাবে দিন কাটছে। সরকারের কোনো সহায়তা ছাড়া কীভাবে বেঁচে থাকব! লিখে দেন, জজ মিয়া মরে গেছে।’
করোনাকালে কেমন আছেন জজ মিয়া, তা জানতে যোগাযোগ করেন এই প্রতিবেদক। প্রশ্ন শুনে বর্তমান অবস্থা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান মো. জালাল; সারা দেশে যিনি জজ মিয়া নামেই পরিচিত। চাপের মুখে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তিনি। বিনা অপরাধে পাঁচ বছর কারাভোগ করতে হয়েছিল তাঁকে। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তিনিই তুলে ধরেন প্রকৃত সত্য।