তালেবানের আফগান জয়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে কেন নতুন শঙ্কা?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ০৭:২৬
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নতুন সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকদের অনেকে। তারা বলেছেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে এলেও তারা আবার মাথা চাড়া দিতে পারে।
এই উদ্বেগের পেছনে ভিত্তি হিসাবে তারা আফগান যুদ্ধ এবং সিরিয়ায় আইএস-এর পক্ষে যুদ্ধে বাংলাদেশের কিছু লোকের অংশ নেয়ার বিষয়কে তুলে ধরেন।
তালেবানের কাবুল দখলের প্রেক্ষাপটে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নানা আশঙ্কা বা উদ্বেগ নিয়ে আলোচনা চলছে। ঢাকার রাস্তায় ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠন 'বাংলা হবে আফগান-আমরা হব তালেবান'- প্রকাশ্যে এই শ্লোগান দিয়েছে আশির দশকের শেষ দিকে।