![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgaza-20210820215335.jpg)
বাড়ির আঙিনায় গাঁজা চাষ
কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মদনের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মদনের চর এলাকার মৃত এফাজ উদ্দিনের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গাঁজা ব্যবসায়ী
- গাঁজা চাষ