![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fshe-20210820151641.jpg)
‘৭০০ আইপি টিভির আবেদন জমা, যাচাই শেষে অনুমোদন’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, এ পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনুমোদন
- আইপি টিভি
- মুরাদ হাসান