‘টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা’
টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা। ব্রিটিশ সরকারের ষড়যন্ত্র, পাকিস্তানের শোষণ-বঞ্চনা থেকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ। আমাদের আগামী স্বপ্ন, স্বাধীন বাংলাদেশ। সবকিছুই উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে। ৬ আগস্ট শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ নিয়ে এক ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন।
বন্ধুসভার সদস্যরা জানান, বাঙালির শোকাবহ আগস্ট মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে একদল বিপথগামী সেনাসদস্য। বঙ্গবন্ধুর জীবনী জানতে ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও স্মরণে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নির্ধারণ করা হয়। পাঠচক্র পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই। অনুষ্ঠানের শুরুতে তিনি বইয়ের বিশেষ বিশেষ অংশ পড়ে শোনান।