![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmurder-20210820144451.jpg)
জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
জামালপুর শহরের নয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসলেমা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার (২০ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান নিহত মোসলেমার মা।
পারিবার জানায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজমিস্ত্রি রুবেল মিয়ার সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় জামালপুর শহরের নয়াপাড়ার এলাকার মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারের।