ফেনীতে মো. সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী শিউলি আক্তার। আজ শুক্রবার সকালে শহরের ছুফি সদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ তলায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তানসহ সৎ মাকে নিয়ে ঐ ভবনটিতে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।