![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/08/19/og/140153_bangladesh_pratidin_afghan55.jpg)
আফগানিস্তানে মাটির নিচে এত ‘গুপ্তধন’! কাজে লাগাতে পারবে তো তালেবান?
দীর্ঘ ২০ বছর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। ক্ষমতা দখল নেওয়ার পর বিশ্বব্যাপী এখন প্রশ্ন উঠেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি কীভাবে চালাবে তালেবান। অর্থনৈতি সংকট কীভাবে সামাল দেবে তারা?