আফগানিস্তানে গণতন্ত্র বলে কিছু থাকবে না, কাউন্সিল দেশ চালাবে: তালিবান
দুনিয়ার সামনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা? নাকি পুরোটাই আইওয়াশ? আফগানিস্তানে (Afghanistan) দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে ২০ বছর আগের ভাবমূর্তি খণ্ডন করতে মিডিয়ার সামনে একাধিক ইতিবাচক বক্তব্য রেখেছে তালিবান (Taliban) প্রতিনিধিরা। যদিও বাস্তবে দেখা যাচ্ছে তাদের অন্য রূপ। তবে এবার দেশের প্রশাসনিক পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখতে গিয়েই বেরিয়ে এল তাদের স্বরূপ। জানানো হল, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। কাউন্সিলের মাধ্যমেই চলবে দেশ