![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F19%2Flukaku.jpg%3Fitok%3DgE97VRkG)
চেলসিতে ৯ নম্বর জার্সি পেয়ে উচ্ছ্বসিত লুকাকু
কদিন আগেই দ্বিতীয় মেয়াদে চেলসিতে পা রাখেন বেলজিয়ামের তারকা খেলোয়াড় রোমেলু লুকাকু। তবে, পুরোনো ক্লাবে ফিরে নিজের প্রিয় ৯ নম্বর জার্সি পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন বেলজিয়ান তারকা। অবশেষে তাঁর শঙ্কা কেটে গেল। ট্যামি আব্রাহাম চলে যাওয়ায় চেলসির ৯ নম্বর জার্সি উঠছে লুকাকুর গায়ে। তাতে দারুণ খুশি এই বেলজিয়ান তারকা।