আফগানিস্তানের বিভিন্ন শহরে ‘তালেবানবিরোধী’ বিক্ষোভের খবর
আফগানিস্তানের জালালাবাদ, কুনার এবং খোস্ত শহরেও আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে আজ বুধবার বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়বে কি না সেটা এতো তাড়াতড়ি বলা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি সেখানে দ্রুত বদলাচ্ছে এবং তালেবানের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে বিবিসির পশতু বিভাগের সাংবাদিকরা।