ভোল পাল্টাচ্ছে তালেবান
সমকাল
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ০৮:২৬
কট্টরপন্থি তালেবানের শাসনে কেমন হবে আফগানিস্তান, তা নিয়ে দেশটির নাগরিকদের পাশাপাশি পুরো বিশ্বে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে নারী অধিকার, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, ভিন্নমত চর্চা ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তালেবান এতদিন খুবই নির্মম নীতি অবলম্বন করেছে। তবে এবার ভোল পাল্টাতে শুরু করেছেন দলটির নেতারা।
আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দু'দিন পর গতকাল মঙ্গলবার কাবুলে গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে কট্টরপন্থা পরিহারের ঘোষণা দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছেন তিনি। নারীদের কাজ ও শিক্ষার কথা, গণমাধ্যমের স্বাধীনতা, সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার কথাও বলেছেন। তবে তাদের এই বক্তব্য দেশে-বিদেশে তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।