ভৌগলিক কারণে গভীর সমুদ্রে মিলছে না ইলিশ
বছরজুড়েই ছিল থেমে থেমে নিষেধাজ্ঞার ধকল। আর মৌসুমের শুরুতেই টানা ৬৫ দিনের অবরোধ। এরই মাঝে নিশ্চুপ করোনার হানায় বিকল্প কর্মসংস্থানে যোগ দেয়ার উপায়ও ছিল না সমুদ্র থেকে অর্থ সংগ্রহকারীদের। এ গোষ্ঠীর কেবল মৌসুমের ওপর নির্ভর করেই মেটাতে হয় সাংসারিক পুরো বছরের আর্থিক চাহিদা। তবে চাহিদানুযায়ী এ বছর দেশের সর্বদক্ষিণের জেলেদের ভাগ্যে এখনো দেখা মেলেনি কাঙ্ক্ষিত রূপালি ইলিশের।