বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু, সুস্থ ১৫৩
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়েছেন ১৫৩ জন। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. তুহিন জানান, সোমবার ৩১১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জন, ১০০টি অ্যান্টিজেন পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় সব নেগেটিভ আসে।