দেশে এবার শনাক্ত করোনার ল্যামডা ধরন
করোনার ভারতীয় ধরন ডেলটার দাপটের মধ্যেই দেশে নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। পেরু ভ্যারিয়েন্ট বা ল্যামডা নামের এ ধরনটি (সি.থার্টি সেভেন) রাজধানীতে ৪৯ বছর বয়সী এক মহিলার নমুনায় পাওয়া গেছে। গত মার্চে ওই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করে নতুন ধরনটির খোঁজ পায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। ল্যামডা প্রথম শনাক্ত হয় ২০২০ সালের আগস্টে দক্ষিণ আমেরিকার পেরুতে। বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ধরনটি। তবে সবচেয়ে বেশি ছড়িয়েছে পেরুতে।