সিলেটে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের 'আল্লামা আব্দুল মুকিত মঞ্জলালী একাডেমি'র হিফজ বিভাগের তিন ছাত্র একসঙ্গে নিখোঁজ রয়েছে। ৩ আগস্ট থেকে তারা নিখোঁজ হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সিলেট থেকে সম্প্রতি আব্দুর রাজ্জাক নামে এক কলেজছাত্র তালেবানের হয়ে লড়তে আফগানিস্তানে যাওয়ার খবরের মধ্যেই ওই তিন ছাত্রের নিখোঁজে তাদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সন্দেহ করা হচ্ছে, আফগানিস্তানে যাওয়ার উদ্দেশে তারা বাড়ি ছাড়তে পারে। যদিও পুলিশ বলেছে, ওই তিন ছাত্র দেশেই আছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো- মাদ্রাসার আবাসিক ছাত্র মোগলাবাজার থানা এলাকার রোহান আহমেদ (১৭), নাহিম আহমেদ (১৫) ও দক্ষিণ সুরমার বলদি গ্রামের সাজ্জাদ মিয়া (১৬)। তাদের নিখোঁজের ঘটনায় ৮ আগস্ট সাজ্জাদ মিয়ার বোন রাশেদা বেগম দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মোগলাবাজার থানায় রোহান ও নাহিম নিখোঁজের ঘটনায় জিডি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিখোঁজ
- মাদ্রাসা শিক্ষার্থী