![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F8dc10fe1-d642-479d-8468-f37e093fa3c4%252FIndia.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পাবনায় এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে ৯ শতাংশ
পাবনায় গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৪৩ শতাংশ। এক দিনের ব্যবধানে শনাক্তের হার প্রায় ৯ শতাংশ বেড়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে শনাক্তের হার ঊর্ধ্বমুখী থাকলেও টানা কঠোর বিধিনিষেধ চলায় আগস্টের প্রথম থেকেই শনাক্তের হার কমতে শুরু করে। গত ৩০ জুলাই সর্বশেষ শনাক্তে হার ছিল ২৩ দশমিক ৫৭ শতাংশ। এরপর আগস্টের প্রথম ১০ দিন গড় শনাক্তের হার ছিল ১১ দশমিক ১৩ শতাংশ।