বিয়ের ২৪ দিনের মাথায় তরুণীর আত্মহত্যা
নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের ২৪ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিবি রাবেয়া (১৯) নামের এক তরুণী। রোববার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিবি রাবেয়া উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের আবদুল খালেকের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ২২ জুলাই বিবি রাবেয়াকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেয়ায় বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। একপর্যায়ে বিয়ের ২৪ দিনের মাথায় মা-বাবার সঙ্গে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে