You have reached your daily news limit

Please log in to continue


সব স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানির সুযোগ চায় বিজিএমইএ

বেনাপোলসহ সব স্থলবন্দর দিয়ে বস্ত্র ও পোশাক খাতের কাঁচামাল আমদানি এবং আংশিক শিপমেন্টের সুবিধা চেয়েছে তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। 
 
শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বরাবর এক আবেদনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ দাবি জানিয়েছেন। আবেদনে করোনায় সৃষ্ট সংকট থেকে উত্তরণে স্থলবন্দরের পণ্য সংরক্ষণ, ওয়্যারহাউজিং সক্ষমতা এবং লোকবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রোববার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মনে করেন, বর্তমান সংকটে টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী নীতিকৌশল হিসেবে প্রস্তাবনার আলোকে প্রয়োজনীয় নীতি সংস্কার ও তা বাস্তবায়নে পদক্ষেপ নিলে পোশাক খাতের আমদানি-রফতানি কার্যক্রমে গতি আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন