![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/08/15/og/131233_bangladesh_pratidin_English-fans.jpg)
বিতর্কে ইংল্যান্ডের সমর্থকরা, রাহুলের দিকে ছোঁড়া হলো মদের বোতলের ছিপি (ভিডিও)
আবারও বিতর্কে ইংল্যান্ডের সমর্থকরা। ভারতীয় সমর্থক এবং ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের পর এবার কেএল রাহুলের সঙ্গে দুর্ব্যবহার করা হল। টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের সময় লর্ডসে শতরানকারী এই ভারতীয় ব্যাটসম্যানের দিকে মদের বোতলের মুখে থাকা ছিপি বা কর্ক দিয়ে ঢিল ছুড়তে থাকে ইংলিশ সমর্থকদের একাংশ।