বিরোধীদের সুবিধা দিয়ে গদি টেকাতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিরোধীদের সুবিধা দিয়ে ক্ষমতায় থাকতে চান সেদেশের প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারাতে পারেন, এমনটা বুঝতে পেরে বিরোধী দলগুলোর সমর্থন চাইলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাকে সিনিয়র মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে।
পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ আগস্ট এনএসটি অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে পার্লামেন্ট অধিবেশন শুরু হচ্ছে। সেখানে কঠিন এক পরীক্ষার মুখে পড়তে হবে তাকে।