You have reached your daily news limit

Please log in to continue


করোনায় শুটিং লাইট হাউজগুলোয় শুধুই অন্ধকার

শিল্পী একা কিংবা সহশিল্পীদের নিয়ে ক্যামেরার সামনে সংলাপ বলেন, অভিনয় করেন। ক্যামেরার পেছনে থাকেন অনেক মানুষপরিচালক, ভিডিওগ্রাফার, লাইটম্যান, মেকআপম্যান তো থাকেনই। আরো থাকেন তাদের চার-পাঁচজন করে সহযোগী এবং প্রডাকশন সামলানো একঝাঁক মানুষ। শুটিং শেষে শুরু হয় পোস্ট-প্রডাকশনের কাজ। ভিডিও এডিটিং, মিউজিক কম্পোজিং, কালার গ্রেডিংসহ কত কাজ শেষে একটি নাটক বা সিনেমা আমাদের সামনে আসে। আমরা দেখি শুধু নায়ক-নায়িকা তথা ক্যামেরার সামনের শিল্পীদের। ১ ঘণ্টার একটা নাটক মানে বিশাল কর্মযজ্ঞ। শতাধিক মানুষের সম্পৃক্ততা। তাদের আয়-রোজগারে চলে সংসার। একটা নাটকের সঙ্গে জড়িয়ে থাকে কয়েকশ মানুষের জীবনযাপন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন