![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F12%2Fdinajpur-pic.jpg%3Fitok%3DX29DArpS)
দিনাজপুরে লবণজাত ৮০ হাজার চামড়া অবিক্রিত
ট্যানারির মালিকদের কাছে ১০ কোটি টাকা বকেয়া এবং লবণজাতকৃত প্রায় ৮০ হাজার চামড়া অবিক্রিত থাকায় সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের নেতারা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের নেতারা শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে লবণজাত করা কাঁচা চামড়াগুলো বিক্রির ব্যবস্থাসহ ট্যানারিমালিকদের কাছ থেকে বকেয়া ১০ কোটি টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান তারা।