![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F183d82b8-f831-458a-b742-5dd94d23e746%252Fcourt_01.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলা নিতে নারী পুলিশ কর্মকর্তার আবেদন
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা নেওয়ার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক।
ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা আহমেদ। পিপি আফরোজা বলেন, ওই নারী পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছেন আদালত। তবে এখনো আদেশ দেননি।