ডিবির ওপর হামলা, হাতকড়াসহ পালালেন মাদক চোরাকারবারি

ডেইলি স্টার মান্দা প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ১০:৩১

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক চোরাকারবারিকে পালাতে সহযোগিতা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে ডিবি। হামলায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় মান্দা থানায় দুটি মামলা করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। একটি মাদক মামলা এবং অন্যটি পুলিশ এসাল্ট মামলা। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেএম শামসুদ্দীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।


তিনি জানান, বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া মাদক কারবারি খলিলুর রহমান বরবেলালদহ গ্রামের বাসিন্দা। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪৫) ও প্রতিবেশী লাদু মোল্লা (৫০) আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও