সবকিছু চেনারূপে

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ০৮:১৯

লকডাউন নামে পরিচিতি পাওয়া বিধিনিষেধ উঠে যাওয়ার পর গতকাল বুধবার প্রথম দিনে সড়কে গাড়ি ও মানুষের ভিড় বেড়েছে। সড়কে বাস ও অন্যান্য গণপরিবহন যোগ হওয়াই বাড়তি ভিড়ের কারণ। ট্রেন, লঞ্চও চলছে। সরকারি অফিস, শপিংমল, বিপণিবিতান পুরোদমে খুলেছে। সর্বত্র কর্মচাঞ্চল্য বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে বিধিনিষেধ উঠলেও এ ক্ষেত্রে রয়ে গেছে বড় ধরনের ঘাটতি।


করোনা সংক্রমণ রোধে ঈদের জন্য মাঝে আট দিন বিরতি দিয়ে ১ জুলাই থেকে ৩৩ দিন 'কঠোরতম' লকডাউন ছিল। তবে সপ্তাহখানেক ধরে এর প্রভাব খুব একটা দেখা যায়নি। অনুমতি না থাকলেও দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠান খুলতে শুরু করেছিল। ফলে গতকাল লকডাউন উঠে যাওয়ার পর জনজীবনে তাই খুব বেশি পরিবর্তন হয়নি। তবে ২১ দিন পর খোলায় গ্রাহকসেবা দেওয়া সরকারি অফিসগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও