দিনাজপুরে রাস্তা নির্মাণের ৭ দিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচ
দিনাজপুরের খানসামায় রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পিচ ঢালাইয়ের সাত দিনের মধ্যেই তা উঠে যাচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করে রাস্তাটি দ্রুত পুনঃসংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। জানা যায়, খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় থেকে মাঝাপাড়ার যাওয়ার ৫১৫ মিটার রাস্তা পাকাকরণে ৪২ লাখ টাকা ব্যয় হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই রাস্তার কাজ করেন ঠিকাদার আক্কাস আলী। এলাকাবাসী জানায়, রাস্তা পাকাকরণের কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে।