![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/11/myanmar-protests-110821-01.jpg/ALTERNATES/w640/myanmar-protests-110821-01.jpg)
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর তাড়ায় ভবন থেকে লাফিয়ে নিহত ৩
মিয়ানমারের ইয়াংগনে একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে লাফিয়ে পড়ে অন্তত তিন জন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
নিরাপত্তা বাহিনীর তল্লাশি এড়াতে তারা ওই ভবন থেকে লাফ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী নোবেলজয়ী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট বিরাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।