![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F11%2Fsirajganj.jpg%3Fitok%3DulUCc7iJ)
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় দীপ কুমার ভৌমিক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দীপ কুমার ভৌমিক জেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের মধ্য ভরমোহনী গ্রামের শ্রী কেষ্টপদ ভৌমিকের ছেলে।