ফোনে আড়িপাতা রোধে হাই কোর্টের রুল চেয়ে রিট

বিডি নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ১৬:২৭

ফোনে আড়িপাতা রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ হবে না জানতে রুল চেয়ে হাই কোর্টে একটি রিট মামলা হয়েছে।


 সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। আবেদনে বিভিন্ন সময়ে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনা তদন্তের নির্দেশনাও চাওয়া হয়।ফোনে আড়ি পাতা ঠেকাতে আইন অনুযায়ী বিটিআরসির নেওয়া পদক্ষেপের বিষয়ে জানতে চেয়ে গত ২২ জুন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা উকিল নোটিস দিয়েছিলেন। তার জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়।রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হবে।রিটে ২০১৩ সাল থেকে এপর্যন্ত ২০টি আড়িপাতার ঘটনা তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও