![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Feng-20210810152617.jpg)
মঈন আলিকে টেস্ট দলে ফেরাল ইংল্যান্ড
ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের মঈন আলিকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে এ অফস্পিনিং অলরাউন্ডারের।
ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ইংলিশরা। তবে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে দেখা যেতে পারে মঈন আলিকে।
গত ২৩ মাসের মধ্যে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মঈন। সেটিও ভারতের বিপক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারত সফরের দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন এ অফস্পিনার।