কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুদহার নিয়ে চিন্তায় আমানতকারীরা, কেন্দ্রীয় ব্যাংকও মরিয়া

মহামারিতে কমেছে সঞ্চয়। ব্যাংকে আমানত রেখে সংসার চলছে না অনেকের। মুনাফার হার তলানিতে। জুনে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। ওই মাসে ব্যাংকগুলোতে সুদহার ছিল ১ থেকে ৬ শতাংশ। এ পরিস্থিতিতে রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক আমানতের সুদহারের সর্বনিম্ন সীমা বেঁধে দিয়েছে। ফলে ব্যাংকে তিন মাস ও তার বেশি মেয়াদী আমানতের সুদহার কোনোভাবেই মূল্যস্ফীতির চেয়ে কম হবে না।

এদিকে আমানতের সুদের হার স্বাভাবিক রাখতে বাজার থেকে তারল্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে, তা এখনও নির্ধারণ করেনি কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন