সালমান রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৮:৪৬

‘আইএফআইসি আমার বন্ড’ এর প্রচারে প্রতারণার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করে তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।


একই কারণে সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করে তাকে পুঁজিবাজারে আজীবন ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।


ওই বন্ড ইস্যুর সময় আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান। আর তার ছেলে শায়ান ছিলেন ভাইস চেয়ারম্যান।


তখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন শিবলী রুবাইয়াত উল ইসলাম। তাকেও পুঁজিবাজারে আজীবন ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বর্তমান কমিশন।


বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার কমিশনের ৯৬৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও